সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | 'সাইরেনই বাঁচিয়ে দিল', পাক গোলার কবল থেকে বরাতজোরে প্রাণ বাঁচায় বলছেন জম্মুর বাসিন্দারা

RD | ১০ মে ২০২৫ ২১ : ২৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: এ যেন বরাতজোরে প্রাণে বাঁচা। জম্মু শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা রেহারি কলোনি। রাত বাড়তেই ঘুমিয়ে পড়েছিলেন কলোনির বেশিরভাগ বাসিন্দা। গুলশান দত্ত-ও কলোনির বাসিন্দা। পাক বোমা হামলার ফলে গুলশানের বাড়ি এবং তার আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একজন আহত হয়েছেন, তবে গুলশানের পরিবার অল্পের জন্য বেঁচে গিয়েছে।

শত্রু দেশের বোমার ভয়াবহতা এখনও কাটেনি গুলশানের স্ত্রীর। তিনি বলেন, "সাইরেনের শব্দে ঘুম থেকে উঠে আমরা বারান্দায় বেরিয়ে নীচেরতলায় ছুটে যাই। কিছুক্ষণ পরেই, প্রচণ্ড বিস্ফোরণে আমাদের বাড়ি কেঁপে ওঠে। সাইরেন আমাদের জীবন বাঁচিয়েছিল। সাইরেনের শব্দ শুনে আমরা যদি সরে না যেতাম, তাহলে আমরা মারা যেতাম। মাতা রানী আমাদের রক্ষা করেছেন।"

রেহারি কলোনিতে ধ্বংসযজ্ঞের দৃশ্য যুদ্ধক্ষেত্রের মতোই ছিল। ছিন্নভিন্ন কংক্রিট, পাকানো লোহা, ভাঙা জানালা, দেয়াল এবং যানবাহনের ভাঙা টুকরো।

শনিবার ভোর সওয়া পাঁচটা নাগাদ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান গুলশানের দত্ত ও তাঁরল পরিবার। শব্দ এতটাই তীব্র ছিল যে তাঁদের বাড়ির ভিতও নড়ে উঠেছিল। গুলশনের কথায়, "আমাদের পুরো বাড়ি কেঁপে উঠেছিল। আমরা ভেবেছিলাম সব শেষ।"  

শ্রদ্ধেয় আপ শম্ভু মন্দিরকে লক্ষ্য করে আরেকটি বোমা ছোড় হয়েছিল। কিন্তু সেটি একটি বাড়ির কাছে গিয়ে আঘাত করে, ফলে ব্যাপক হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে। 

শ্রদ্ধেয় আপ শম্ভু মন্দিরের ভক্ত সুদেশ কুমার বলেন, "আমরা সকালের প্রার্থনার জন্য এসেছিলাম। কিন্তু জোরে বিস্ফোরণের শব্দ সব নীরবতা ভেঙে দিয়েছিল। ধ্বংসাবশেষ সর্বত্র ছড়িয়ে পড়ে রয়েছে। যদি বিস্ফোরণ পরের হত তাহলে কয়েক ডজন লোক মারা যেতে ন।"

জানিপুরে, বাড়ির ছাদে একটি গোলা পড়ে। স্বাভাবিকভাবেই ওই বাড়ির ছাদ ভেঙে যায়। আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়। ভয়ে পরিবারটি ঘরটি তালাবদ্ধ করে অন্য জায়গায় চলে গিয়েছে।

জৈনপুরের বাসিন্দা ওমকার সিং বলেছেন, "ড্রোন সতর্কতার কারণে আমরা সারা রাত জেগে ছিলাম। তারপর বিস্ফোরণ ঘটল। এখানকার মানুষ ভয় আছেন। এমনকি নিজেদের বাড়িতেও নিরাপদ বোধ করছেন না স্থানীয় বাসিন্দারা।"

হাজুরিবাগের শকুন্তলা দেবী উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, "হামলাকারীরা এখন সাধারণ লোকদের নিসানা করেছে। যখন তারা আমাদের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে অক্ষম, তখন তারা নিরপরাধ মানুষদের আঘাত করে ভারতীয়দের দুর্বল করে তোলার চেষ্টা করে চলেছে।"

কিছু বাসিন্দা আবার অকুতোভয়। একটি ব্যবসায়িক কেন্দ্রের কাছে গুদামে কর্মরত কর্তার চাঁদ আজ ভোরে কাছাকাছি একটি গোলা বিস্ফোরণ দেখেছেন। তিনি বলেন, "আমরা ভীত নই, তবে পাকিস্তানকে এর জন্য মূল্য চোখাতে হবে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা চালিয়ে যেতে পাকিস্তানিদের আর সুযোগ দেওয়া উচিত হবে না।"

তালাব টিলোর বাসিন্দা দেবী শরণ গুপ্ত বলেন, এই হামলা ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি ফিরিয়ে এনেছে। তাঁর কথায়, "তারপর থেকে আমি জম্মুতে এইসব কিছু দেখিনি। লোকালয়ে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে এই ধরণের হামলা নজিরবিহীন।"

শুক্রবার, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার নিন্দা জানিয়েছেন, বলেছেন, "১৯৭১ সালের পর জম্মু শহরে সাধারণ নাগরিকদের উপর এটাই সবচেয়ে খারাপ হামলা।" 


JammuCivilian Attacks By Pakistan

নানান খবর

নানান খবর

ঠিকানা ভুল দেওয়ায় রেগে কাঁই, গ্রাহককে বেধড়ক মার ডেলিভারি বয়ের, বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য

আসন্ন জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মাসের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন ছুটি, দেখুন তালিকা

'সঙ্গীনী'র সঙ্গে ছবি ভাইরাল! এরপরই কড়া পদক্ষেপ লালুর, বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার

বন্ধুর মার্কশিট চুরি, তাঁর নামেই সরকারি হাসপাতালে ডাক্তারি! রোগীর মৃত্যুতে বেরিয়ে এল যুবকের সব কুকীর্তি

‘অপারেশন সিঁদুর’ বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর

'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে

বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ

বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন

বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের

'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!

মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?

পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?

মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক

লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে

সোশ্যাল মিডিয়া